স্টাফ রিপোর্টার : নির্বাচনী প্রচারণার সময় একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে অন্যদিকে পুলিশ গ্রেফতার করছে এমন অভিযোগ করে ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘হামলা-মামলা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে সরানো যাবে না। বিএনপি পলায়নপর হবে না।’

তিনি বলেন, জনগণ ভোট দেবে, বিএনপি ও ঐক্যফ্রন্টে তার প্রতিফলন ঘটবে। তা না হলে জনগণ বুঝবে সরকার ও নির্বাচন কমিশন জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছে।’

শনিবার বিকেলে মির্জা আব্বাসের শাহজানপুরের বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি কী করলে আপনারা খুশি হবেন, প্রকাশ্যে বলে দেন। সরকার বলছে বিএনপি নির্বাচন থেকে সরে যেতে চাইছে। আমি বলবো, সরকার বিএনপিকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরবে না।’

নির্বাচনের পর কী হবে এই মুহূর্তে ভবিষ্যত বাণী করতে চাই না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আজ সেগুনবাগিচায় কাঁচাবাজারে নির্বাচনী প্রচারণা সময় শাহবাগ আওয়ামী লীগের নেতারাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ নিয়ে রমনা ও শাহবাগ থানায় অভিযোগ জানাতে গেলে আমাদের অভিযোগ গ্রহণ করা হয়নি। এর আগে আমার স্ত্রীর নির্বাচনী প্রচারণায়ও হামলা চালানো হয়।’

তিনি বলেন, হামলায় আমাদের ৬০ জন আহত হয়েছে। পুলিশ আমাদের ৯জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)