নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার ৬টি আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন।

শনিবার বিকেলে নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন সদর উপজেলার দুবলহাটী ইউনিয়নের গ্রামে গ্রামে, পাড়ায়-মহল্লায় নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন।

শুক্রবার তিনি বর্ষাইল ইউনিয়নে নির্বাচনী প্রচারনা চালান। আধুনিক নওগাঁর উন্নয়নের রূপকার মরহুম নেতা আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দিন জলিল জন এলাকায় আসছেন, এমন কথা শুনে গ্রামের নারী-পুরুষরা ছুটে আসেন তাকে একনজর দেখার জন্য। তারা স্বতঃস্ফুর্তভাবে তাকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। জন নির্বাচিত হলে নওগাঁর উন্নয়নে তার পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। এসময় জেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা তার সঙ্গে ছিলেন।

এদিকে গোটা এলাকায় ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে। নৌকার পোষ্টার ছাড়াও ধানের শীষের পোষ্টারও চোখে পড়ার মতো। বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর কর্মীরাও ধানের শীষে ভোট চেয়ে এলাকায় ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে। এ আসনে লড়াই হবে নৌকা আর ধানের শীষে।

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার আওয়ামীলীগের প্রার্থী হিসাবে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত মাঠে নেমেছেন।

অপরদিকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে নেমেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ডা. মোঃ ছালেক চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী হিসাবে পোরশা উপজেলা জাতীয়
পার্টির সভাপতি, আকবর আলী কালু, বাসদের প্রার্থী মঙ্গল কিসকু এবংইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। তবে এলাকার উন্নয়নের ব্যাপকতা এলাকার সাধারন ভোটারদের মনে নৌকার দাগ কেটেছে। নৌকাকে বিজয়ী করলে এলাকার আরো উন্নয়ন হবে এমন কথা সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে বলাবলি করছে। এ আসনে লড়াই হবে আওয়ামীলীগ আর বিএনপির মধ্যে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে পুরোদমে বেজে উঠেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। দম ফেলার ফুরসত নেই প্রার্থী ও দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করছেন উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের কর্মীরা। তারা প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে বিগত ১০ বছরে জননেত্রী শেখ হাসিনার
আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। এ আসনে বিএনপির ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দিতায় নেছেন, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। তিনিও ধানের শীষ নিয়ে এলাকায় প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)