অমল তালুকদার, বরগুনা : বরগুনার পাথরঘাটায় একটি সেতুর অভাবে জীবনের ঝুঁকি বাড়ছেই। দুই গ্রামের শত শত মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।

পাথরঘাটার ৫নং কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের ওপর থেকে বয়ে যাওয়া শাখা খালে এখন সাঁকো দিয়ে পাড় হচ্ছে স্থানীয় গ্রামবাসী । আর স্থানীয়ভাবে নির্মিত সাঁকো পাড়াপাড়ে বয়বৃদ্ধ , নারী, শিশু সহ
অসুস্থমানুষের ভোগান্তিএখন চরমে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যান/মেম্বররা ভোটের সময় উন্নয়নের স্বপ্ন দেখালেও নির্বাচন শেষে আর মনে রাখেনা।

(এটি/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)