বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল বাহিনীর সদস্য নমীর তালুকদার (৩৭) নামে এক বনদস্যু নিহত হয়েছে।

রবিবার ভোর রাতে উপজেলার উত্তর রাজাপুর এলাকার ভোলা নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নমীর সদর উপজেলার অর্জুনবহর গ্রামের সুলতার আলী তালুকদারের ছেলে।

শরণখোলা থানার ওসি আব্দুস সালেক জানান, শনিবার রাতে ডিবি পুলিশের সহায়তায় সদর উপজেলার অর্জুনবহর গ্রাম থেকে শরণখোলা থানার একটি মামলায় নমীরকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনের ওই পয়েন্টে অস্ত্রউদ্ধারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দস্যুরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এসময় নমীরের সহযোগীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় নমীর। পরে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় পুলিশের তিন সদস্য আহত হয়। তবে তাদের নামপরিচয় জানাতে পারেননি ওসি।

নিহত নমীর তালুকদারের বিরুদ্ধে ডাকাতি-হত্যাসহ ৮-১০টি মামলা রয়েছে।

(একে/এইচআর/জুলাই ২০, ২০১৪)