তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকের নিরাপত্তায় ‘বাগ’। যার মাধ্যমে এক থার্ড পার্টি ডেভলপার ফেসবুক ব্যবহারকারীর ছবি ব্যবহার করার সুযোগ পেয়ে যায়।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এমন ঘটনা ঘটলেও তা প্রকাশ পেয়েছে চলতি সপ্তাহে। বিষয়টি নিয়ে এরই মধ্যে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক বলছে, এই বাগের কারণে ৬৮ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে ওই থার্ড পার্টি ডেভলপার। দীর্ঘ ১২ দিন ধরে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার ফেসবুক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনিচ্ছাকৃত এই বিপদের শঙ্কা তৈরি হওয়ায় আমরা দুঃখিত। আমরা কাজ করছি। গ্রাহকের ছবি ও তথ্য যাতে সুরক্ষিত থাকে, তৃতীয় পক্ষ যাতে তা ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর।

উল্লেখ্য, ‘বাগ’ হল কম্পিউটার প্রোগ্রামে এক ধরনের বিচ্যুতি, যার ফলে নানা ধরনের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)