নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দিনভর নানা কর্মসূচি ও আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চে উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এরপর থানা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান
কমান্ড, সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পণ করেন। উপজেলা শহরের সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা চত্বর মাঠে পুলিশ, আনসার ভিডিপি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার ভূমি সাবরিন চৌধুরি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।

এছাড়া মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

(আরএসআর/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)