সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের তোরা দিয়ে অসীম উকিলের নেতৃত্বে এক সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ নেতারা।

এক যুগ ধরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও বিজিত সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞার গ্রুপের মধ্যে এক সঙ্গে কোন দিনই শহীদ মিনারে বা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।

নেতাকর্মী ও সমর্থকরা বলেন, এবার ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই গ্রুপের সব ভেদাভেদ ভুলে গিয়ে অসীম উকিলের নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে এক সঙ্গে পথচলা শুরু করেন। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে নেতৃত্বে দেন নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগের
মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

এ শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামীলীগের

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।

শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অসীম উকিল
বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার সব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, নৌকর বিজয় মানেই উন্নয়ন, নৌকা বিজয় মানেই শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী,
নৌকার বিজয় মানেই সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলা। তিনি দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

পরে তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের কুশলাদির খোঁজ খবর নেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)