সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন।

সংবর্ধনা উপ কমিটির আহ্বায়ক সহকারী কমিশনার (ভূমি) মোছা: শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমি ইউএনও’র চাকরি করছি, ক্রমাগত আরো বড় চাকরি করব। সে অবদান এই বীর মুক্তিযোদ্ধাদের। আমরা অনেক কিছুই হতে পারব, কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারব না। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রেখে লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বজলুর রহমান ও মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ফারুকী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ রাজারবাগ পুলিশ লাইন ঢাকার সভাপতি বিরোচিত মুুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা। সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ, যোদ্ধাহত ও স্বাভাবিক ভাবে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৮)