ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাজারের দোকানে দোকানে যেয়ে নৌকার ভোট চাইতে নেমেছে ব্যবসায়ীরা। ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নৌকায় আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে ব্যবসায়ীদের নিয়ে নৌকায় ভোট দানের জন্য প্রচারণা করছে।

সোমবার (১৭ই ডিসেম্বর) সকালে সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু’র নেতৃত্বে প্রচারণার সময় তিনি বলেন, শামসুর রহমান শরীফ ঈশ্বরদী বাজারের ব্যবসায়ীদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। ডাকাতি, মাস্তানী, চাঁদাবজি বা রাহাজানির কোন ঘটনা ঈশ্বরদী বাজারে না ঘটায় শান্তিতে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। তাই ঈশ্বরদীসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত শামসুর রহমান শরীফ এর নৌকার বিজয় নিশ্চিত করতেই আমরা ভোট চাইছি।

সমিতির সদস্য কে এম আবুল বাশার জানান, নৌকা বিজয়ী না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হবে। এতে বাজারে মন্দাভাব দেখা দিবে। রাশিয়ানসহ অন্যান্য বিদেশীসহ বিপুল সংখ্যক মানুষ এই বাজারে প্রতিদিন নির্বিঘ্নে কোনকাটা করছেন। ঈশ্বরদীর অর্থনীতি এতে দিন দিন সমৃদ্ধ হচ্ছে।

বাজারের নারী ব্যবসায়ী আতিয়া ফেরদৌস কাকলী বলেন, এখন বাজারে পুরুষের তুলনায় নারীরাই স্বাচ্ছন্দে বেশী কেনাকাটা করে। ঈদের সময় রাত ১- ২টা পর্যন্ত নারীরা বাজারে নির্বিঘ্নে চলাফেরা করে। কেউই নিরাপত্তাহীনতা বোধ করে না।

এজন্য তিনি মন্ত্রী শরীফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, আমরা শান্তি চাই, চাই উন্নয়ন এবং এলাকার মানুষও শান্তি চায়। তাই নৌকার বিজয় আমরাও চাই।’

উল্লেখ্য, গত ১১ই ডিসেম্বর শিল্প ও বণিক সমিতি বাজারের শতাধিক ব্যবসায়ী আওয়ামী লীগ প্রার্থি শামসুর রহমান শরীফের বাড়িতে সাক্ষাত করে বাজারের ব্যবসায়ীরা নৌকার পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানান।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৭, ২০১৮)