কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের বিরুদ্ধে আবারো দু’টি শস্য মৌসুমের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বিভিন্ন ব্লকে এসসিডিপি প্রকল্পের আওতায় বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ কর্মসূচীর রবি মৌসুম (১৫ অক্টোবর থেকে ১৫ মার্চ) ও খরিপ-১ মৌসুমের (১৬ মার্চ থেকে ১৫ জুলাই) কাজ বাস্তবায়ন না করে প্রায় ২ লক্ষাধিক টাকা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস আত্মসাত করেছেন।
ফলে ওই সকল ব্লকের সুবিধা বঞ্চিত চাষিরা দুর্নীতিবাজ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ফুসে উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি উক্ত প্রকল্প দু’টির কাজ না করে সমুদয় অর্থ কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস পকেটস্থ করেছে।
বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হলে তিনি দুর্নীতি ঢাকতে গাছের চারা নিয়ে কৃষকদের কাছে দৌড়-ঝাপ শুরু করেছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান, জুন ফাইনালের পূর্বেই ব্যাংক থেকে টাকা উত্তলোন করা হয়েছে। কিন্তু সময়ের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সাংবাদিকদের সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করেন।
এ ব্যাপারে এসসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক হামিদুর রহমান মুঠোফোনে জানান, শস্য মৌসুম চালাকালীন সময়ে মধ্যে রবি ও খরিপ-১ এর কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য দূর্নীতিবাজ কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের বিরুদ্ধে ২০ জুন বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় এসসিডিপি প্রকল্পের মেলার টাকা আত্মসাতের অভিযোগের সংবাদ প্রকাশিত হলে তিনি ২৬ জুন ওই টাকা ফেরত দিয়ে কর্তৃপক্ষে কাছে ক্ষমা প্রর্থনা করেন।
ওই শস্য মৌসুম দু’টির কার্যক্রম চলাকালীন সময়ে জেলা উপ-পরিচালকের দায়িত্বে ছিলেন লুৎফর রহমান। তিনি ওই প্রকল্পে প্রকল্প পরিচালক হামিদুর রহমানের আপন ভাই।
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লুৎফর রহমানের মদদে প্রবীর কুমার বিশ্বাস এ সমস্ত প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাত করেন।
এ সকল বিষয় প্রকাশ পেলে সুচতুর উপ-পরিচালক লুৎফর রহমান নিজে মন্ত্রণালয়ে বদলীর জন্য তদবির করে চলতি মাসের প্রথম সপ্তাহে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে যোগদান করেন।
ভুক্তভোগী কৃষকেরা বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি মন্ত্রীসহ উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
(কেকে/এএস/জুলাই ২০, ২০১৪)