রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তর এর উদ্যেগে মঙ্গলবার বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা। 

র‌্যালিটি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্ত্তিক চন্দ্র দেবনাথ, বেসরকারী সংস্থা আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, টিটিসি’র অধ্যক্ষ কামরুজামান, রামরু’র ফিল্ড কো অর্ডিনেটর নাজমা আকতার, প্রোগ্রাম অফিসার আইয়ুব আলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা শামিমুল ইসলাম।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৮)