টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৪ (কালিহাতী)আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী লতিফ সিদ্দিকী তিনদিন আমরন অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসায় ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসাল্টেন্ট ডা. মোফাজ্জল হোসেনের
নেতৃত্বে এ টিম তাকে সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদান করবে। এর অংশ হিসাবে মেডিকেল টিম লতিফ
সিদ্দিকীর শারিরীক অবস্থা পর্যবেক্ষন করেছেন।

উল্লেখ্য,গত রবিবার (১৬ ডিসেম্বর) কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকায় গনসংযোগকালে তার গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বহরের ৩টি গাড়ি ভাংচুর কওে তারা। পরে ঐ দিনই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে ৩ দফা দাবিতে আমরন অনশন শুরু করেন লতিফ সিদ্দিকী।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৮)