স্টাফ রির্পোটার : রাজধানীর ব্যস্ততম এলাকা বেগম রোকেয়া স্বরণী কাজীপাড়া, মিরপুরে উদ্বোধন হলো দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন এর মোবাইল স্মার্টজোন। এই এক্সক্লুসিভ স্মার্টজোন থেকে পাওয়া যাবে ওয়ালটনের সব ধরনের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টফোন। সেল সিটি-২ নামের এই স্মার্টজোনের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও জনপ্রিয় চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, (পিআর এন্ড মিডিয়া) জনাব আসিফুর রহমান খান, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক, (মোবাইল) আলেয়া শারমীন, ম্যানেজার, ওয়ালটন প্লাজা, কাজীপাড়া, জনাব আবুল কালাম আজাদ, সহকারী ম্যানেজার, ওয়ালটন প্লাজা, শেওড়াপাড়া ও স্মার্টজোন সেল সিটি-২ এর ম্যানেজার জনাব গৌতম সরকার কাজলসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব ইলিয়াস কাঞ্চন বলেন দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের রুচি, পছন্দ এবং চাহিদার বিষয়টি বিবেচনা করে স্মার্টফোন সরবরাহে ওয়ালটন সর্বদা একধাপ এগিয়ে। এছাড়াও দেশের তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ওয়ালটন সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে টেকসই, অত্যাধুনিক এবং উন্নত প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করছে। ভবিষ্যতে ওয়ালটন আরও নতুন নতুন প্রযুক্তির পণ্যসামগ্রী বাজারে নিয়ে আসবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সেল সিটি-২স্মার্টজোনের ম্যানেজার জনাব গৌতম সরকার কাজল বলেন, ওয়ালটন মোবাইল হ্যান্ডসেটগুলো ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। প্রিমো সেটগুলোর চাহিদা ব্যাপক এবং ব্যবহারকারীগণ এই হ্যান্ডসেটগুলো ব্যবহার করে খুবই খুশী। আমি একজন ব্যবসায়ী হিসেবে ওয়ালটনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওয়ালটন মোবাইল ফোন অল্প কিছুদিনের মধ্যে দেশের শীর্ষস্থান দখল করতে যাচ্ছে।
(এএস/জুলাই ২০, ২০১৪)