স্পোর্টস ডেস্ক : নারীদের বিগ ব্যাশ লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রিসবেন হিটের ওপেনার গ্রেস হ্যারিস। ঘরের মাঠে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

বিগ ব্যাশ লিগে এটি গ্রেস হ্যারিসের দ্বিতীয় সেঞ্চুরি। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম। সেঞ্চুরি তুলেও অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান, দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ব্রিসবেন হিটের এই তারকা।

৪২ বলে ১০১ রানের ইনিংসে ১৩টি চার হাঁকিয়েছেন গ্রেস হ্যারিস। ছক্কা মেরেছেন ৬টি! ২৪০.৪৭ স্ট্রাইক রেটটাও চোখ কপালে উঠার মতোই।

ব্রিসবেন হিটের লক্ষ্য ছিল ২০ ওভারে ১৩৩ রানের। হ্যারিসের বিধ্বংসী ইনিংসে ১০.৫ ওভারেই ১০ উইকেটের বড় জয় তুলে নেয় দলটি। আরেক ওপেনার বেথ মানি কেবল সঙ্গ দিয়ে গেছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রানের বেশি এগোতে পারেনি মেলবোর্ন স্টারস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার অ্যাঞ্জেলা রিকস। ২৬ করেন ক্যাটি মেগ।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)