দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে অপহরণে ব্যর্থ হয়ে কিশোরী স্কুল ছাত্রীর বসত:বাড়ীতে হামলা চালিয়ে মহিলাসহ অন্তত: ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুবৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার উত্তর রাজাখালী গ্রামে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, রাজাখালী গ্রামের জনৈক মোখলেচুর রহমান খানের কিশোরী কন্যা চট্ট্রগ্রাম আল-জাবের ইনষ্টিটিউটের ৯ম শ্রেণীর ছাত্রী (১৩) গ্রামের বাড়িতে বেড়াতে এলে একই গ্রামের রাজ্জাক হাওলাদারের বখাটে ছেলে রাব্বির (১৭) কুনজরে পড়ে। ঘটনার দিন মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরী স্কুল ছাত্রী তার বাড়ির উঠানে দাড়িয়ে অপর দু’চাচাত বোনের সাথে কথা বলছিল। এমন সময় বখাটে রাব্বি ও তার ৫/৬ সহযোগী ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা করে।

কিশোরীর আত্মচিৎকারে পরিবারের লোকজন প্রতিরোধে এগিয়ে এলে সশস্ত্র দুবৃত্তরা হামলা চালায় এবং এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে মহিলাসহ অন্তত: ৫জনকে আহত করে। প্রতিবেশী লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

দুর্বৃত্তের হামলায় আহতরা হলেন, মোখলেচুর রহমান (৪৫), রোজিনা বেগম (৩৫), সহিদুল (৩৭) বাবুল (৫০), মাহমুদা বেগম (৩৩)। এদের মধ্যে মোখলেচুর রহমান ও রোজিনা বেগমকে গুরুতর আহত অবস্থায় রাতেই দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোজিনার অবস্থার অবনতি ঘটলে বুধবার সকালে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কিশোরীর মা হোসনেয়ারা বেগম বাদি হয়ে বখাটে রাব্বিসহ ১০জনকে আসামী করে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)