মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-২ নির্বাচনী এলাকার বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় বুধবার দিনব্যাপি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন।

এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার সাথে যারা নির্বাচনী কাজ করে তারা রাতে ঘরে ঘুমাতে পারে না। পুলিশ তাদের বিভিন্ন ভাবে হয়রানী করে। কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। পোষ্টার লাগতে গেলে হয়রাণী করে। পোষ্টার লাগাতে দেয় না। আওয়ামীলীগের স্থানীয় নেতারা আমার কর্মীদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। ভয়ে নির্বাচনী গণসংযোগ করতে পারছে না কর্মীরা। তবে আমি ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবো। ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মাদারীপুরের ভোটারা ২০০৮ সালের নির্বাচনের পরে কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। তাই তারা ব্যালট পেপার হাতে পেলে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবে।

এ সময় তার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলি জাহান, সহসভাপতি সোহরাব হাওলাদার প্রমুখ।

(এএসএ/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)