মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর শহরের নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের বাসার সামনে প্রধান সড়কের উপর রাখা দুটি ট্রাকে বুধবার ভোররাত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও সদর থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে শহরের চানমারী মোড়ে ও নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের বাসার সামনে প্রধান সড়কে গাড়ীর ড্রাইভাররা ট্রাক ২টি রেখে বাড়ী চলে যান। কিভাবে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগায় তা কেউ বলতে পারেন নি। আগুন দেখে মসজিদের অবস্থানরত ইমামসহ অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ১টি ট্রাকের মালিক তুরাণ মটরস অন্যটির মালিক মো. হাবিবুর রহমান।

ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক হাবিবুর রহমান বলেন, কিভাবে আগুন লাগলো বলতে পারছি না। আমার মনে হয় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো রাতে ট্রাকগুলো সড়কের পাশে রাখা হয়। ভোররাতের দিকে দুটি ট্রাক আগুনে জ্বলতে থাকে। তবে আগুন লাগার কারণ জানা যায় নি। ঘটনাটি নাশকতা মনে হচ্ছে। নির্বাচনী পরিবেশকে কিছুটা ঘোলাটে করার জন্য হয়তো কে বা কারা আগুন দিয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, আগুনে দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নাশকতা না দূর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

(এএসএ/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)