মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার ভোররাতে এ অগ্নিসংযোগের ঘটনায় অফিসটি সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। এতে আওয়ামীলীগের অফিসে থাকা বঙ্গবন্ধুর ও প্রধান মন্ত্রীর ছবি,আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

দুপুরে ঘটনাস্থল পরির্দশ করেন পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী আতাহার উদ্দিন আহম্মদ,আয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপরী, সুবল দেবনাথ, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস প্রমুখ।

এ ঘটনার পরে ওইদিন দুপুরে ইউনিয়ন আওয়ামীলীগগের সভাপতি মোঃ মিজানুর রহমান লাভলু ও সাধারন সম্পাদক মোঃ হালিম মোল্লার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করে শিশুহাট বাজারে।

ইউনিয়ন সভাপতি বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস বলেন, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ইউজি/এসপি/ডিসেম্বর ২০, ২০১৮)