কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী আওয়ামীলীগ-বিএনপি-কমিউনিস্ট পার্টির প্রার্থীরা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছেন।

আওয়ামীলীগ

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার দূর্গাপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে রাণীগঞ্জ, দূর্গাপুর, ফুলবাড়িয়া, কামড়া মাশক, ধরপাড়া ও সূর্য্যনারায়নপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তার সাথে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিনোদ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার প্রমুখ।

বিএনপি’র গণসংযোগ

বিএনপি ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছে। বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে চরখামের তারার বাড়ি, চরখামের বাজার, আলতাফের বাড়ি, সরকার বাড়ি, ইকুরিয়া বাজার, হিজুলিয়া বাজার, সাদুল্লাহ’র বাড়ি, চরপাড়া মোড়, কবিরের বাজার, রামপুর পূর্বপাড়া, পিরোজপুর সিকদার বাড়ি, খলিফার বাড়ি, মান্নান মেম্বার বাড়ি, আঞ্জাব সাইফুলদের বাড়ি, মেরুয়া বাজার, ত্রিমোহনী বাজারসহ বিভিন্ন বাজারের দোকানী, পথচারী ও যানবাহনের যাত্রী সাধারনের কাছে ধানের শীষ মার্কার প্রচার পত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মাঝে বিএনপি নেতা অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. মতিউর রহমান, অ্যাড. নয়ন মিয়া, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভঅপতি জয়নাল আবেদীন ও সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিউনিস্ট পার্টি

কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেবের পক্ষে কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল শুক্রবার সকালে উপজেলা সদর বাজারে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরি সভাপতি রুহুল আমীন, সিপিবির জেলা সভাপতি জয়নাল খান, সিপিবি নেতা জাহাঙ্গীর হোসেন, সিদ্দিক ফকির, মাতাবুর রহমান প্রমুখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৮)