সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল স্বামী অসীম উকিলের নির্বাচনী প্রচারণায় কোমড় বেধে মাঠে নেমেছেন। সকাল থেকে রাত পর্যন্ত কেন্দ্র ভিত্তিক নির্বাচনী জনসমাবেশে নৌকায় ভোট চাইচেন তিনি। তার  প্রচারনায় নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটাররা খুবই উজ্জীবিত। প্রতিদিনই চলচে নির্বাচনী জনসমাবেশ ও নৌকার পক্ষে মিছিল। 

শুক্রবার সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোন ইউনিয়নে কয়েকটি নির্বাচনী জন সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে নৌকায় ভোট দিয়ে তার স্বামী অসীম উকিলকে নির্বাচিত করার দাবি জানান।

পরে বিকালে বলাইশিমুল ইউনিয়নের আমলীতলা বাজারে শত শত নেতাকর্মীর উদ্দেশ্যে অপু উকিল বলেন, আপনারাই আওয়ামীলীগের প্রাণ শক্তি। আপনারা শেখ হাসিনাকে ভালোবাসেন বলেই নৌকায় ভোট দেন। এর ফলে রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন হয়। আগামী দিনেও নৌকায় মার্কা ভোট দিন। আমার স্বামী অসীম কুমার উকিল এম.পি হলে আমারা দুজনে মিলে বলাইশিমুলকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এই এলাকার সব উন্নয়ন করব। অপু উকিলের উপস্থিতি খবর পেয়ে শত শত নারী ভোটাররাও উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট দেয়ার অঙ্গীকার করেছেন।

এ সময় অপু উকিল বলেন, কোন ষড়যন্ত্রই আমাদেরকে ঠেকাতে পারবে না। বি.এন.পি জামায়াত জোটের গোপন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে ঘরে ঘরে জনতাই জেগেছে। তারা নৌকায় ভোট দেবে একই সঙ্গে ষড়যন্ত্রও মোকাবেলা করবে।

অপু উকিল আরও বলেন, আগামী দিনে সব বেকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করব। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানীর ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। জানুয়ারি থেকেই তা কার্যকর হবে বলে তা আশা করি। তাই আপনারা সকলে মিলে নৌকায় মার্কায় ভোট দিন। একটি সুন্দর বাংলাদেশ গড়ার শপথ নিন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে নির্বাচনী জন সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান।

(এসবি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৮)