স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষ হয়েছে।

আসামি পক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষ হবার মধ্য দিয়ে আজ মঙ্গলবার এ মামলার শুনানি শেষ হলো। এখন আপিল খারিজ অথবা রায় ঘোষণার জন্য দিন ধার্য করতে পারেন আদালত।

প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।

এখন আপিল খারিজ অথবা রায় ঘোষণার জন্য দিন ধার্য করতে পারেন আদালত।

(ওএস/এটি/ এপ্রিল ১৪, ২০১৯)