বিজয়ের পতাকা

কত কষ্টের বিনিময়ে বাঙ্গালীপেলো বিজয় দিন
কত রক্তের স্রোতের বানে পেলাম আমরা সুদিন
কত মায়ের বস্ত্রহরণে ফুটে উঠেছে দেশের চিত্র
তবুও পেলাম লাল-সবুুুজের পতাকার দেশ।

--
বিজয়ের ধ্বনি শুনেছি সবাই মধুর কন্ঠের সুরে
ভোর হতেই কানে এলো সুখের বিজয় ধ্বনি
মোয়াজ্জেমের ডাকের সাথেই শুনতে পেয়েছি
স্বাধীনতার ফল ১৬ই ডিসেম্বর বাঙ্গালীর ধ্ববনি
--
দীর্ঘ নয়মাস যুদ্ধ করে লক্ষ্য শহীদের রক্ত ঝড়ে
বাঙ্গালীর ঘরে ঘরে ফিরে এল সুন্দর এই দিন
প্রতিক্ষীত ১৬ই ডিসেম্বর ছিল তার প্রমাণ জানি
সুখের স্বপ্নের বারটি মাসের বিজয়ের ডিসেম্বর।
--
এক বাঁধনে বেঁধে গেলো সকল বাঙ্গালীর মন
সুখের স্মৃতি মনে করে ৭১কে-স্বরণ রেখেছে
বাংলার লাল-সবুজের চিহ্নিত একটি পতাকা
পেয়েছি বিজয় ও ১৬ই ডিসেম্বরের ফলাফল।
--
একটি পতাকার শক্তি অনেক সুখ ছিল বিজয়ে
দেশের গর্ব বাঙ্গালীর লাল-সবুজের পতাকা
স্বাধীনতা ও মায়ের ভাষা ১৬ই ডিসেম্বরে গাথা
দিবোনা আর রক্ত ঝড়তে স্বাধীন এই ভূমিতে।
--
এমন দেশের চিত্র কোথাও নেই সাড়া ভূবনেতে
মায়ের ডাকে সাড়া দিয়ে প্রাণ দিল লক্ষ্য জনতা
একটি সুখের চিত্র ভুলিয়ে দিল সকল ব‍্যাথা
মূল‍্য লেখা আছে ১৮কোটি বাঙ্গালীর মনেতে।