মাদারীপুর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিল্টান বৈদ্যকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন একটি মোবাইল নাম্বার থেকে সরকার দলীয় প্রার্থীর হুমকি-ধামকিতে বের হতে পারছেন না প্রচার-প্রচারণায় এমন অভিযোগ এনে শনিবার বেলা ১২টার দিকে নিজ বাড়ী রাজৈর উপজেলার আমগ্রামে সংবাদ সম্মেলন করেন তিনি।

মিল্টন বৈদ্য অভিযোগ করেন, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই সরকারী দলীয় প্রার্থী ও নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থকরা তাকে ও তার সমর্থকদেও হামলা-মামলা দিয়ে হয়রানি করছেস নির্বাচনী এলাকায় তার কোন পোস্টার, ফেস্টুন ও ব্যানার রাখতে দিচ্ছে না গত ১৯ ডিসেম্বর তার ব্যবহারিত গাড়িটি একটি ট্রাক দিয়ে হত্যার চেষ্টা করে বিষয়টি রাজৈর থানাকে অবহিত করলেও কোন অভিযোগ গ্রহণ করেনি একটি মোবাইল নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে বিষয়টি মৌখিক ভাবে রিটার্নিং কর্মকর্তাকে নিয়েছেন এছাড়া তিনি বাসা থেকে বের হলে আওয়ামীলীগ সমর্থিক প্রার্থীর সমর্থকরা নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছেন এতে নির্বাচনে তিনি কোন প্রচার- চারণা করতে পারছেন না’ সংবাদ সম্মেলনে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন তিনি এসময় মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার ও রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ করেন

(এমআরএস/এসপি/ডিসেম্বর ২২, ২০১৮)