ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ৩০ ডিসেমবর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাই আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বেনজীর আহমদ ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আজ শনিবার সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন ওর্য়াড মহল্লায় গণসংযোগ করেছেন।বিভিন্ন্ স্থানে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনে সকল কর্মীদের দিন ভর ভোটার দের কেন্দ্রে আনার বব্যাপারে দিক নির্র্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের পৌর মেয়র গোলাম কবীর সহ নেত্রীবৃন্দ।

ধামরাই উপজেলা আওয়ামীলীগের বিশাল কার্য়ালয়ে সকাল সাড়ে এগারটায় বৈঠক শত শত ভোটার, নেতাকর্মীরা অংশ নেয় এসময় বেনজীর আহমদ বলেছেন বিএনপি মাঠে নেই ,কিন্ত তাদের ষড়যন্ত্র থেমে নেই। নির্বাচন বানচালের পরিকল্পনা করছে তারা।

ধামরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মান্নান পাখা মার্কা নিয়ে মাঠে সক্রিয় এই ছায়ায় বিএনপির ভোট দখলে সক্রিয় রয়েছে। ভোটের মাঠে কৌশলী হয়ে আওয়ামীলীগের ভোট কমিয়ে চাপে ফেলার কৌশল উড়িয়ে দেওয়া যায়না বলেও আশংকা রয়েছে নৌকার শিরিরে।

প্রতীক পাবার পর থেকেই ঢাকা বিশ আসন ধামরাইয়ের আনাচে,কানাচে,বিভিন্ন স্থানে প্রার্থীদের পোষ্টারে প্ষ্টোারে ছেয়ে গেছে। চলছে গণসংযোগ মিছিল মিটিং। ধামরাইয়ে নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ ভোটাদের কাছে গিয়ে ও বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সভা সমাবেশ উঠান বৈঠক করে ভোটের মাঠ দখলে রেখেছেন নৌকার প্রার্থী বেনজীর আহমদ। তাদের বিজয় সুনিশ্চিত বলে দাবীও করেছে।

নৌকা নেতা কর্মী ছাড়া অন্য কোনো প্রার্থীর প্রচার প্রচারনা নেই বল্লেই চলে ,পোষ্টারও তেমন দেখা যায়না অন্য প্রার্থীদের ,রিক্সাযোগে মাইকে রেকর্ড বাজে ভোট চাওয়ার।

সরজমিন ঘুরে দেখা গেছে এগিয়ে ঢাকা ২০-আসন ধামরাই আওয়ামীলীগের দলীয় মনোনীত ও একক প্রার্থী সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। তারা প্রচার প্রচারনায় এগিয়ে গেছে শুরু থেকেই।

দিন রাত উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ওর্য়াড, ইউনিয়ন এর প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড ও আগামীর উন্নয়নের বিষয় তুলে ধরে ভোট প্রার্থনায় ব্যস্ত নেতা কর্মীদের নিয়ে।

বেনজীর আহমদ নেতাকর্মীদের বলেছেন কোনো প্রকার নিন্দনীয় কাজে যাবে না বলে সকলেই সমান অধিকার ভোগ করবেন বলেন।

এবার ঢাকা বিশ আসন ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা-“তিন লাখ বিশ হাজার দুইশত তেইশ জন”।এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা বেশী। মহিলা ভোটার হচ্ছে-“এক লাখ একষট্টি হাজার সাত শত সাত জনঃ(১৬১৭০৭ জন)। পুরুষ ভোটার হচ্ছে-“এক লাখ আটান্ন হাজার পাঁচ শত ষোল জন”(১৫৮৫১৬ জন) । মোট ভোটার সংখ্যা ৩২০২২৩ জন।ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০ টি,ভোট কক্ষের সংখ্যা ৫৯৫,অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা -৫ট মোট ভোট কক্ষের সংখ্যা ৬০০ টি। এছাড়াও ধামরাই আসনের পৌর সভায় নয়টি ওর্য়াডে ভোটার সংখ্যা

(ডিসিপি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৮)