রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে (৬০) আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত একটায় পৌর শহরের ভান্ডারা গ্রামের নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছেন বলে গতকাল রোববার সকালে সাংবাদিকদের জানান তার স্ত্রী মেহেরুন নেসা। তিনি আরো জানান তার বিরুদ্বে পূর্বে কোন ধরনের মামলা নেই।

বর্তমানে তিনি ঠাকুরগাও-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমানের প্রচারণায় অংশ নেওয়ায় তাকে পুলিশ আটক করেছে বলে তার স্ত্রী দাবী করেন। আতাউর রহমানের স্ত্রী বলেন,পুলিশ আসার আগে তাকে মোবাইলে বলছিলেন আপনি ভোট করছেন কর্মিদের সংগঠিত করছেন টাকা পয়সা খরচ করছেন ইত্যাদি বলে উত্তেজিত কণ্ঠে ধমক দিচ্ছিলেন পুলিশ বাহিনীর এক সদস্য। এর বিশ মিনিটের মাথায় বাসার প্রাচী টপকে ভিতরে ঢুকে ঘর থেকে বের করে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তাকে পরণের কাপড় চোপড়গুলোও ঠিকমত পড়তে দেয়নি পুলিশ।

থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান গতকাল রোববার বেলা ১১টা ৫০ মিনিটে মুঠোফোনে বলেন,তিনি বর্তমানে ঠাকুরগাও সদর থানায় রয়েছেন। পূর্বের নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

(কেএএস/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৮)