গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদের ২টি নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং ১টি অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নে শ্যামগঞ্জ বাজারে স্টেশন রোড এলাকার অফিস ও সহনাটি ইউনিয়নের সরিষাহাটি মোড়ের অফিসে রাত ২টার দিকে আগুন দেয় এবং গত বৃহস্পতিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নে সিংজানী গ্রামের রায়গঞ্জ বাজারে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্যামগঞ্জ এলাকার লোকজন জানান, ঘটনার সময় শ্যামগঞ্জে স্থানীয় মানিক মোদকের ঘরে নৌকার নির্বাচনী অফিসে তারা আগুন জ্বলতে দেখতে পান। এসময় ঘটনাস্থলে গিয়ে তারা পানি ঢেলে আগুন নিভায়।

মইলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওয়াজিদুল ইসলাম কামাল জানান, স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে অফিসের চেয়ার-টেবিল, টেলিভিশন, নির্বাচনী লিফলেট-পোস্টারসহ অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদের স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতেই শ্যামগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল করে।

সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য জানান, শনিবার রাত ২টার দিকে ইউনিয়নের সরিষাহাটি মোড়ে নৌকার অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নে সিংজানী গ্রামের রায়গঞ্জ বাজারে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আমান উল্লাহ(৪১), কাজিম উদ্দিন, মোখলেছ মিয়া। ঘটনার জের ধরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ধানের শীষের অফিস ভাংচুর করে।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৮)