মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েনের অংশ হিসেবে মৌলভীবাজার শহরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।

রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শহরে সেনাবাহিনী প্রবেশ করতে দেখা গেছে। সেনাবাহিনী আসার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম।

আগামীকাল (২৪ ডিসেম্বর) সোমবার সকাল থেকে একযোগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী।

এদিকে সেনাবাহিনী মোতায়েনের খবরে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

(একে/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৮)