দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের সুসঙ্গ মহারাজদের ঐতিহ্যবাহী কমলারানীর দিঘীর পাড় সোমেশ্বরী নদীর বাঁধ থেকে বালু উত্তোলন করে।

এর প্রতিবাদে বিরিশিরি ইউনিয়নবাসীর আয়োজনে অত্র ইউনিয়নের আদিবাসীসহ সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণে কমলারানীর দিঘীর পাড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১.৩০মিনিটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে আলোচনা করেন,আদিবাসী নেতা স্বপন হাজং,রবিন্দ্র দাস,মিরাজ আলী মেম্বার,আদিবাসী নেতা প্রনুয়েল রাংসা,জয়া সাংমা,ব্রজেন রেমা,প্রনিতা রাংসা, মন্জুরুল হক,রিপন কর্মকার সহ এলাকাবাসী। বক্তারা বলেন, মহারাজদের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কমলারানীর দিঘীর পাড় সোমেশ্বরী নদীর বাঁধ বিনষ্ট করে কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তিগন অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। এলাকাবাসীর নিজেদের অর্থে গড়া বেড়ী বাঁধটির উপর দিয়ে ট্রাক লড়ি চলাচল করলে বাধটি বিনষ্ট হয়ে যাবে। ফলে এলাকার শত শত একর ফসলী জমি, স্কুল,মাদ্রাসা,মসজিদ, মন্দির সহ শত শত ঘরবাড়ী সোমেশ্বরী নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এলাকাবাসীর বক্তব্য আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতে দেব না।
(এনএস/এএস/জুলাই ২০, ২০১৪)