শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। গতবারের চেয়ে পাশের হার কম। 

এ বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮’টি জেলার অংশ নিয়েছিল ২ লাখ ৪৮ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে, ২ লাখ ২ হাজার ৭৫৬ জন। গতবারে (২০১৭সালে) ছিলো ৮৮ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ প্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৬হাজার ৩০৩ জন এর মধ্যে ছাত্র ৩ হাজার ৪৪ জন ও ছাত্রী সংখ্যা ৩ হাজার ২৫৯ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় গত ৫ বছরে পাশের হারসহ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক কম।

(এসএএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)