স্পোর্টস ডেস্ক, ঢাকা : দক্ষিণ আফ্রিকা রানের স্বর্গভূমি গল স্টেডিয়ামে ‘স্টেইনগান’ ডেল স্টেইন ও মরনে মরকেলের বোলিং তোপে শ্রীলঙ্কার মাটিতে ইতিহাসের তৃতীয় জয় তুলে নিয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে হাশিম আমলার অভিষেক ম্যাচেই দুরন্ত জয় পেল ফরম্যাটটির দুই নাম্বার দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩৭০ রান তাড়া করতে নেমে ২১৬ রানে গুটিয়ে যায়। আসলে এই টেস্টটিতে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কানরা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ করা ৪৫৫ রানের জবাবে ২৯২ রানে অলআউট হয় কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়বর্ধনেরা। এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২০৬ রান করে ইনিংস ঘোষণা করলে সর্বসাকুল্যে ৩৭০ রানের লিড দাঁড়ায় তাদের। কিন্তু জয়ের জন্য মাঝারি মানের এই লক্ষ্যমাত্রা পেয়েও স্বপ্ন দেখিয়ে হতাশ করেছে ভারত মহাসাগর পাড়ের দ্বীপরাষ্ট্রটি। লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ২১৬ রানেই। ফলে ১৫৩ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকানরা।

(ওএস/পি/জুলাই ২০,২০১৪)