নিউজ ডেস্ক : অবশেষে আইফোনের জন্য ‘গুগল অ্যানালাইটিক’ অ্যাপ চালু করেছে গুগল। অ্যানালাইটিক অ্যাপের আইফোন ভার্সনের বদৌলতে স্মার্টফোনটি থেকেই নিজের ওয়েবসাইটের বিভিন্ন তথ্যের উপর নজর রাখতে পারবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপটি দিয়ে ওয়েবসাইটের রিয়াল-টাইম ইনফর্মেশনের পাশাপাশি কনভার্সেশনও দেখা যাবে। আইফোন ভার্সনে সবচেয়ে বেশি উপকৃত হবেন থার্ড পার্টি সেবা নিচ্ছিলেন এমন ব্যবহারকারীরা।

অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপের আইওএস সংস্করণের ইউজার ইন্টারফেসের সঙ্গে মিল আছে গুগল অ্যানালাইটিকের। অ্যাপটি থেকে জিমেইল এবং গুগল প্লাসে সাইন-ইন করার সুবিধাও পাবেন এর ব্যবহারকারী।

তবে গুগল অ্যানালাইটিকের আইওএস সংস্করণ কেবল আইফোনেই ব্যবহার করা যাবে। অ্যাপটির আইপ্যাড সংস্করণও খুব শিগগিরই অ্যাপস্টোরে যোগ হবে বলে আশা প্রকাশ করেছে ম্যাশএবল।

(ওএস/অ/জুলাই ২০, ২০১৪)