রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী তিনবারের মধুপুর পৌরসভা মেয়র সহিদুল ইসলাম সরকার সহিদের বাড়ীতে হামলা, ফাঁকা গুলি বর্ষণ ও মধুপুর উপজেলা বিএনপি অফিস ভাংচুর, এবং গায়েবি মামলা ও নেতাকর্মীদের  গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । 

সোমবার দুপুরে মধুপুরের বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে প্রার্থী সহিদুল ইসলাম সরকার সহিদ বলেন, ‘রবিবার রাতে মধুপুর পৌর এলাকায় বিএনপির মিছিলের সময় নৌকা প্রতীকের সমর্থিত প্রার্থীর কর্মীরা মিছিলের উপর হামলা চালায়। এসময় তারা ফাঁকা গুলি বর্ষণ করে উপজেলা বিএনপি অফিস ও তার আশেপাশের দোকানপাট ভাংচুর করে। পরে তারা বিএনপি অফিসের পাশে তার বাস ভবনে ইট পাটকেল নিক্ষেপ, হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ে। এ ব্যাপারে মধুপুর থানার ওসি ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে জানান। এর আগেও মিছিলে হামলা করা হয়েছে। গতরাতের ঘটনাতেও ৮জন নেতাকর্মী আহত হয়েছে।

তিনি বলেন, কিন্তু বারবার অভিযোগ দিয়েও কর্তৃপক্ষের কাছে কোন প্রতিকার পাচ্ছি না। তফসিল ঘোষনার পর আমাদের ৬০-৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮-৯টি মামলা দায়ের করা হয়েছে। তাতে আসামী করা হয়েছে প্রায় ৭শতাধিক নেতাকর্মীকে। এভাবে চলতে থাকলে নির্বাচনে প্রচার-প্রচারণা চালানো আমাদের জন্য অসম্ভব।’

এসময় বিএনপির অন্যান্য নেতাকমীরা উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)