চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর থানায় উপজেলা যুবলীগের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কফিল উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। 

তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের মৃত কমল উদ্দিন প্রামানিকের ছেলে। সে হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

সোমবার দুপুর আড়াইটার দিকে চাটমোহর থানার এসআই রায়হান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে হরিপুর কুঠিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পৌর শহরের পাঠানপাড়া এলাকায় একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী কেএম আনোয়ারুল বাড়ির সামনে দিয়ে নৌকা প্রতীকের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল যাওয়ার সময় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ হয়। পরে ওই দিন রাতেই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদী হয়ে বেশ কয়েকজন বিএনপি নেতাকে অভিযুক্ত করে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২। ওই মামলার এজাহার নামীয় আসামী কফিল উদ্দিন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, মামলা দায়েরের পর থেকে কফিল উদ্দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসএইচএম/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)