স্পোর্টস ডেস্ক, ঢাকা : রদবদলের পালা বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল দলে চলছে। গিলমার রিনালদি কয়েকদিন আগেই সেই ধারাবাহিকতায় ব্রাজিল ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর পদের দায়িত্ব নেন। আর এবার লুইস ফেলিপ স্কলারির শূন্যস্থান পূরণের পালা।

স্কলারির শূন্যস্থান অর্থাৎ প্রধান কোচের পদে নিয়োগের জন্য সব চেয়ে বেশি যার নাম আলেচিত হচ্ছে তিনি হলেন সাবেক বিশ্বজয়ী ব্রাজিল তারকা কার্লোস দুঙ্গ। তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন ব্রাজিলের কোচ তা জানতে খুব বেশি দিন অপেক্ষা করতে হাচ্ছে না। আর তিন দিন পর মঙ্গলবার ব্রাজিলে ফুটবল ফেডারেশন (সিএফএ) ঘোষণা করবেন নতুন নির্বাচিত কোচের নাম।

কার্লোস দুঙ্গার পাশাপাশি আরও যাদের নাম উচ্চারিত হচ্ছে এই পদের জন্য তারা হলে- সাও পাওলোর হেড কোচ মুরিসি রামালহো ও করিনন্থিয়ানসের সাবেক কোচ টিটে। অবশ্য এই পদে যে ব্রাজিলিয়ান কেউ আসছে তা আগেই জানিয়ে রেখেছে সিএফএ। সিএফএ সভাপতি জোসে মারিয়া ম্যারিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

(ওএস/পি/জুলাই ২০, ২০১৪)