জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি হাফেজ হযরত আলীসহ ৫ বিএনপি’র নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

স্থানীয়রা জানায়, মেলান্দহের শ্যামপুর বাজারে একটি হোটেলে চা খাওয়ারত অবস্থায় সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি হাফেজ হযরত আলীকে মারধর করে মহাজোট প্রার্থীর প্রচার কেন্দের ৪/৫টি চেয়ার ভাংচুর করে পুলিশে সোপর্দ করে।

অন্য আটককৃতরা হলেন- পূর্ব থুরী গ্রামের জাহেদ আলীর ছেলে বিএনপি নেতা ডালিম সর্দার (৪৫) ও তার ছেলে সিফাত (১৮), আ: সালামের ছেলে বিএনপি নেতা মোকছেদ আলী (৫০) এবং নয়ানগর গ্রামের সালামের ছেলে বিএনপি কর্মী ফারুক মিয়া (২৬)।

ওসি গাজী সাখাওয়াত হোসেন জানান- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ জানান- রাতে শ্যামপুর বাজারে এবং থুরী গ্রামে বিএনপি’র কর্মীরা হট্রগোলের চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

বিএনপি’র প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, নির্বাচনের মাঠ দখলে রাখতে অযথা মিথ্যা অভিযোগ দিয়ে বিএনপি’র কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

এছাড়াও সারা জেলায় ২২জন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সদর থানার ওসি নাছিমূল ইসলাম জানিয়েছেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৮)