পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ২১টি গীর্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। 

পাবনা শহর, চাটমোহর, ফৈলজানা ও আতাইকুলা সহ বিভিন্ন ব্যাপ্টিস্ট চার্চে সকাল সাড়ে ৯টা থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানিকতার পাশপাশি দিন ব্যাপি নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে।

দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের মঙ্গল কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। আতাইকুলা ব্যাপ্টিষ্ট চার্চের অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন ফাদার ইম্মান্নুয়েল সরকার।

এ সময় প্রার্থনায় যোগদেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট ফেলোশিপ চার্চ’র সাবেক সভাপতি তপন চৌধুরী ও তার মা অনিতা চৌধুরী এবং বড় ভাই স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী।

বড় দিন উপলক্ষে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চ, চাটমোহর খ্রীস্টান পল্লী সহ জেলার প্রতিটি গীর্জায় ছিল উৎসবের আমেজ। বর্নিল আলোক সজ্জায় সাজানো হয় জেলার প্রতিটি চার্চ ও গীর্জা। তাদের মতে, সমগ্র জাতির মুক্তির জন্য এদিনে অবির্ভাব ঘটেছিল যিশু খ্রীস্টের।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপি এম জানান, খ্রীস্ট ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবের এ দিকে ঘিরে গত ২৩ ডিসেম্বর থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(পিএস/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৮)