একটি কলমের শক্তি

সবকিছুরই শক্তি আছে সৃষ্টিময় জগতের মাঝে
মানুষ জাতির শক্তি আশে শিক্ষা অর্জনের সাথে
জীবনের জন্য সবই প্রয়োজন বাঁচতে পৃথিবীতে
সুন্দর জীবন গঠন করতে হয় শিক্ষার আলোতে।
--
মানবজাতি সৃষ্টির বাতি ভূবনে ছড়ায় আলো
সেই আলোতেই ফুটে ওঠে মানুব জীবন ভালো
একজন মানুষের আসল রূপ তখনই হয় গঠন
যখনই মানব করে অর্জন শিক্ষা জ্ঞানের আলো।
--
সবকিছুই ফুলের মতো ফুটে ওঠে মানব জীবনে
যখনই পারে গড়তে জীবন সঠিক শিক্ষার মাঝে
একজন মানুষ হয় তখনই অনেক জনের জ্ঞান
আশে যখনশিক্ষার শক্তি কলমই তার প্রমাণ।
--
চিন্তাভাবনা করে যদি একটু সময় নেই সবাই
সকলেই বুঝতে পারবে কলমের শক্তি আসল
অস্ত্রের চেয়েও ধাঁরালো অনেক লেখার কলমে
সবকিছুর চেয়ে শক্তি বেশি কলমের কালিরমধ্যে