লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির সিপাই পাড়া নাম স্থানের সবুজ সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাগর আহম্মেদ (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির অপর তিনজন যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালপুর-বনপাড়া সড়কের সিপাইপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আহম্মেদ উপজেলার গোপালপুর খান পাড়া গ্রামের রমজান খানের ছেলে।

স্থানীয় ও পত্যাক্ষদশী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধার দিকে একটি সবুজ সিএনজি গোপালপুর থেকে বনপাড়া যাওয়ার পথে সিপাইপাড়া নামক স্থানে পৌছালে সিএনজিটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশ্বের গছের সঙ্গে ধাক্কা লাগে এসময় ঐ সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর হাসপাতালে নিলে সাগর আহম্মেদ (৩৫) নামের একজন নিহত হয়। আহতরা হলেন লোপা খাতুন (২০) সে উপজেলার গোপালপুর এলাকার নুরুল ইসলামের মেয়ে, হাসিনা বেগম (৫২) ও তার ছেলে হাসান (৩৫) তারা উপজেলার মহিসাখুলা গ্রামের আক্কাস আলীর স্ত্রী ও ছেলে। তারা সবাই লালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মাস্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(এম/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৮)