স্পোর্টস ডেস্ক, ঢাকা : গল টেস্ট শুরুর আগে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার রান ছিল সমান ১১,৪৯৩। সাঙ্গাকারা দারুণ এক ইনিংস খেলে জয়াবর্ধনেকে টপকে এগিয়ে গেলেন।

প্রথম ইনিংসের ২৪ এবং দ্বিতীয় ইনিংসের অপরাজিত ৫৮ রানে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের রান এখন ১১,৫৭৫, যা তাঁকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ স্থানে নিয়ে এসেছে।

তাঁর ওপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার (১৫,৯২১), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩,৩৭৮), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩,২৮৯), ভারতের রাহুল দ্রাবিড় (১৩,২৮৮) ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১১,৯৫৩)। সাঙ্গাকারার ওপরে থাকা এই পাঁচ ব্যাটসম্যানের এখন সবাই সাবেক। আর তাই সাঙ্গাকারার সামনে এখন সুযোগ অন্তত ব্রায়ান লারাকে টপকে যাওয়ার।

(ওএস/পি/জুলাই ২০, ২০১৪)