বিনোদন ডেস্ক : ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। এবারই প্রথম উত্তম কুমারের প্রয়াণ দিবসকে সামনে রেখে ‘উত্তম-সুচিত্রা চলচ্চিত্র উৎসব’ আয়োজন করেছে শিল্পী সংসদ। এ উৎসবে বাংলা চলচ্চিত্রের এই স্মরণীয় জুটির ১৪টি ছবি দেখানো হবে।

প্রতিদিন থাকছে দু’টি করে ছবি। ২৪ জুলাই থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
নন্দন-১ প্রেক্ষাগৃহে প্রথম দিন বিকেল ৩টায় দেখানো হবে ‘সাড়ে চুয়াত্তর’, সন্ধ্যা ৬টায় ‘ইন্দ্রানী’। অন্যান্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সাগরিকা’, ‘সবার উপরে’, ‘আলো আমার আলো’, ‘সদানন্দের মেলা’, ‘সূর্যতোরণ’, ‘নবরাগ’, ‘শাপমোচন’, ‘সাঁঝের প্রদীপ’, ‘হারানো সুর’, ‘পথে হলো দেরি’, ‘সপ্তপদী’, ও ‘অগ্নিপরীক্ষা’। ‘বিপাশা’ ছবিটি দেখানোর কথা থাকলেও প্রিন্টজনিত সমস্যার কারণে এটি দেখানো সম্ভব হচ্ছে না।
উত্তম কুমার শিল্পী সংসদের সভাপতি সাধন বাগচি বলেছেন, ‘মহানায়ক উত্তম কুমার যখন শিল্পী সংসদ প্রতিষ্ঠা করেছিলেন তখন সুচিত্রা সেনও আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এ বছর মহানায়িকা চলে গেলেন। উত্তম কুমারের প্রয়াণ দিবসে তাই এবার আমরা এই অবিস্মরণীয় জুটির ছবি দেখিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছি’।
(ওএস/এএস/জুলাই ২০, ২০১৪)