বাগেরহাট প্রতিনিধি : জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের ফকিরহাটে। বুধবার সকালে উপজেলার সাতসইয়া গ্রামের মুক্তিযোদ্ধা দম্পতী ডা. বর্নি আমীন ও ডা. আকতার বানু’র পঞ্চরত্ন ভবন মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা অংশ গ্রহন করেন।

মুক্তিযোদ্ধা ডা. বর্নি আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সরদার মাহাবুবার রহমান, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বীর প্রতিক মো. মোস্তফা কামাল শিকারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তৃতা করেন, ডা. আকতার বানু, আকবার হোসেন মোল্লা, মো. শফিকুর রহমান টুকুন, তারাপদ বিশ্বাস, আনোয়ারাা বেগম, নুর মোহম্মদ মোড়ল, মো. মকসুদুল আলম, মো. খোরশেদ আলম, প্রভাষ চন্দ্র দাশ, আব্দুল কাদের, আবু জাফর, মো. ফজিলত হোসেন প্রমুখ।

মিলন মেলায় মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অঙ্গিকার করেন। পরে এই মিলন মেলায় অংশ নেয়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শীতের বস্ত্র বিতরন করা হয়।

(এসএকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)