স্পোর্টস ডেস্ক, ঢাকা : মেসিকে প্রতিভাবান খেলোয়াড় মনে করেন ফ্রান্স জাতীয় দলের সাবেক তারকা এবং এক সময়কার বার্সেলোনা ফরোয়ার্ড থিওরি অরি বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী তারকা। মেসির প্রতিভাগুণকে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর থেকেও এগিয়ে রেখেছেন।

এমিরাটস মাতানো এই ফরাসী মনে করেন ক্যাম্প ন্যূ আরো শক্তিশালী হবে। কারণ সম্প্রতি উরুগুয়ে ফরোয়ার্ড লুই সুয়ারেজ বার্সায় যোগ দেওয়ায় তাদের আক্রমণ ভাগ যেকোন সময়ের চেয়ে সেরা।

ব্যালন ডি অর খুব দ্রুতই রিয়াল মাদ্রিদ থেকে ক্যাম্প ন্যূতে ফিরে আসবে। কারণ হিসাবে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির পারফরমেন্সকেই সামনে রাখছেন। অরি বলেন, ‘মেসি এ সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়। তবে আমি মনে করি রোনালদোও কঠোর পরিশ্রমী খেলোয়াড়।’

বিবিসি’র এক সাক্ষাৎকারে অরি এই কথা বলেন। এ সময় তার সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রিও ফার্ডিনান্ডও উপস্থিত ছিলেন। রোনালদো প্রসঙ্গে তার পরিশ্রমী মনোভাবকেই এগিয়ে রাখেছেন অরি। অন্য ম্যান ইউ তারকা লুই সাহা সাবেক সতীর্থ রোনালদো সম্পর্কে বলেন, ‘আমরা এক সাথে খেলার সময় তাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, তবে মেসি প্রাকৃতিক ভাবেই ট্যালেন্ট।’

(ওএস/পি/জুলাই ২০, ২০১৪)