নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে ঐক্য জোটের মনোনীত প্রার্থী বিএনপির মোস্তাফিজুর রহমান তাদের নির্বাচনী প্রচারনায় বাধা দেয়ার অভিযোগে বুধবার বেলা সাড়ে ১১টায় নিয়ামতপুর থানার সামনে ১৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন। 

এতে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে। এর আগে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদীঘি থেকে আরো দু’জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা মৃত মানিকুল্লাহ প্রাং, সাং ভাবিচা ঝলঝলিয়াপাড়া, মোঃ জালাল উদ্দিন প্রাং, পিতা মৃত হযরত আলী, সাং ভাবিচা পূর্বপাড়া, শামসুল আলম পচা (২৭), পিতা শের মোহাম্মদ মন্ডল, সাং তিলিহারী, মোঃ রিয়াদ হোসাইন বিদ্যুৎ (২৩), পিতা মোঃ আব্দুস সালাম মন্ডল, সাং চকসিতা, মোঃ জিয়াউল হক জিয়া (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৪২) উভয়ের পিতা মোঃ একরামূল হক, সাং নিমদীঘি।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, আমরা স্বাধীন ভাবে প্রচার প্রচারণা চালাতে পারছি না। আমাদের পোষ্টার লাগানো, মাইকিং করাতে বাধা দেয়া হচ্ছে। শুধু তাই নয় আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করছে, ভয়ভীতি প্রদর্শন করছে যাতে আমরা নির্বাচনী প্রচার চালাতে না পারি। সেজন্যই নিরূপায় হয়ে আজ বেলা সাড়ে ১১টায় নিয়ামতপুর থানার সামনে ১৫ মিনিট অবস্থান কর্মসূচী পালন করি। সেখানেও শান্তিপূর্ন কর্মসূচীতে পুলিশ বাধা দেয়। তাহলে আমরা যাবো কোথায়?

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা প্রত্যেকে নাশকতা সৃষ্টি করতে পারে বলে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)