টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মনিরের নির্বাচনী গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় মনিরের মামা ও গানম্যানসহ ৩ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী ১ জনকে গ্রেফতার করেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান জানান, বুধবার বিকেলে লাঙ্গল প্রতিকের প্রার্থী শফিউল্লাহ আল মনিরের মামা মহব্বত হোসেন ব্যবসায়ীক কাজের জন্য টাঙ্গাইল শহরের মসজিদ রোডস্থ একটি ব্যাংক থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করেন। এ টাকা নিয়ে যাওয়ার পথে তার গাড়ি বহরে দুর্বৃত্তরা হামলা চালায়। এবং টাকার ব্যাগ কেড়ে নেয়ার জন্য দস্তাদস্তি করে।

এ সময় মনিরের দুইজন গানম্যান গাড়িতেই ছিলেন, তারাও হামলার শিকার হন। এ সময় মনিরের দুইটি গাড়ি ভাংচুর করে দূর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা মনিরের মামা মহব্বত হোসেনসহ ৩জন আহত হয়। মনিরের কর্মী সমর্থক ও দূর্বৃত্তদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে টহল পুলিশ ও জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে। ব্যাংক থেকে উত্তোলনকৃত ৫০ লাখ টাকার ব্যাগটি মনিরের হামলার শিকার গাড়ি থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান তার গাড়িতে নিয়ে চলে যান। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে উভয় পক্ষের মধ্যে বার্কবিত্ততার ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে বিষয়টি মিমাংসিত হয় বলে জানা গেছে।

(এনইউ/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)