নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পেট্রোল বোমা হামলার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গত মঙ্গলবার রাতে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ইমদাদুল হক শুনু বাদী হয়ে ৬০ জনকে আসামি করে এ মামলা করেন।

গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ইতনা ইউনিয়নের ধোপাবাড়ির মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পেট্রোল বোমা হামলা চালায় অজ্ঞাত দূবৃর্ত্তরা। এতে যুবলীগ কর্মী পাপ্পু কাজী (৩৫) আহত হন। সেখান থেকে পুলিশ একটি বিস্ফোরিত বোতল উদ্ধার করে।

এদিকে, বোমা হামলার ঘটনায় মামলা হওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের মাঝে গ্রেফতার আতংক বিরাজ করছে।

গতকাল বুধবার লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

(আরএম/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)