বরগুনা প্রতিনিধি : ‘ক্ষমতার রাজনীতি করিনি। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ্, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ্। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে আপনাদের আর অন্ধকারে থাকতে হবেনা। বিদ্যুৎ ঘাটতি থাকবে না। ইতিমধ্যেই নব্বই ভাগ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আমরা পপুনরায় ক্ষমতায় গেলে গ্রাম হবে শহর।’

বরগুনার বামনায় একটি নির্বাচনী সমাবেশে কথাগুলো বললেন শওকত হাচানুর রহমান রিমন। রিমন বরগুনা-২ আসন থেকে আ. লীগের নৌকা প্রতিক নিয়ে প্রতিদন্দ্বীতা করছেন তিনি।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে বামনার ডৌয়াতলা হাইস্কুল মাঠের ওই সমাবেশে সভাপতিত্ব করেন বামনা উপজেলা আ. লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এড. হারুন অর রশিদ।

এসময় রিমন আরও বলেন, বিধবা ভাতা,বয়স্ক ভাতা,স্বামী পরিত্যাক্তা ভাতা সহ নানা ধরনের ভাতার ব্যবস্থা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার করেছে। নৌকায় ভোট দিলে ভোট বৃথা যায়না।

ওই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, (বরগুনা- ঝালকাঠী) সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসি, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বক্তব্য রাখেন আ. লীগ নেতা সগীর হোসেন, আলমগীর হোসেন, এড. জাবির হোসেন সহ বামনা- বেতাগী- পাথরঘাটার বিভিন্ন নেতৃবৃন্দ।

সন্ধ্যায় এ রিপোর্ট তৈরীকালে সমাবেশ চলছিলো।

(এটি/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)