লাইফস্টাইল ডেস্ক : গরমে যারা একটু সাজলেই করলেই ঘেমেনেয়ে একাকার হন, তাদের কাছে প্রিয় একটি ঋতু শীতকাল। কারণ এসময় মনের মতো সাজা যায়। নেই সাজ নষ্ট হওয়ার ভয়ও। শুধু মুখের সাজ সুন্দর হলেই দেখতে ভালোলাগবে না যদি না শীতের পোশাকটিও স্টাইলিশ হয়।

শীতে আপনাকে আরামদায়ক রাখতে ফ্যাশনেবল জ্যাকেট আর টুপির কোনো বিকল্প হয় না। অনেকেই গাঢ় শেডের একরঙা জ্যাকেট পছন্দ করেন, তা নানা ধরনের পোশাকের সঙ্গে পরা যায়। তবে রঙিন জ্যাকেটও দেখতে বেশ লাগে। উজ্জ্বল রঙের টুপি আর স্কার্ফ থাকলে নানাভাবে স্টাইল করতে পারবেন আপনার পোশাক।

লেগিংস আর বুটের কম্বিনেশন দারুণ ফ্যাশনেবল দেখতে, বিশেষ করে যাদের শীতের ছুটিতে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, তারা অবশ্যই এই কম্বিনেশন ট্রাই করে দেখুন।

শীতের দিনে রোদে বের হওয়ার আগে অবশ্যই সানগ্লাস পরুন এবং সানস্ক্রিন লাগান। অতিরিক্ত সান ড্যামেজের ফলে কিন্তু চোখের কোলে কালি পড়তে পারে, তাই সাবধান হোন।

লাল লিপস্টিক আপনার সবচেয়ে অনুজ্জ্বল রঙের সোয়েটার বা জ্যাকেটকেও এক লহমায় দারুণ স্টাইলিশ করে তুলতে পারে। আর স্মোকি আই মেকআপ তো সব সময়েই ভালোলাগে দেখতে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)