পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন,  জনকল্যাণে নিবেদিত দল ও প্রার্থী নির্বাচনের লক্ষে মানববন্ধন এবং শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক ( সুজন) পাথরঘাটা উপজেলা শাখা কতৃক আয়োজিত আজ (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় রাসেল স্কয়ার থেকে এই শান্তি পদযাত্রা পৌরশহর প্রদক্ষিণ করে।

পদযাত্রা শেষে রাসেল স্কয়ারে মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা শাখার সহ সভাপতি অধ্যাপক অমল চন্দ্র নন্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন,পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, পাথরঘাটা সুজনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, সদস্য সাংবাদিক অমল তালুকদা সহ প্রেসক্লাবের অন্যন্য সংবাদকর্মীগন সুশীল সমাজের প্রতিনিধিগণ।

(এটি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)