সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : অতীতের সকল প্রকার ভুল বুঝা বুঝির অবসান ঘটিয়ে, অবশেষে সকল ভেদাভেদ ও অভিমান ভুলে  সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে  গাজীপুর-৪ কাপাসিয়া আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। সকাল থেকে রাত অবধি পযন্ত তারা দলে দলে জোট বেধে বিভিন্ন এলাকায় বিভক্ত হয়ে প্রচারণা চালাচ্ছেন মহাজোটের প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির পক্ষে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নৌকা মার্কার পক্ষে।

নেতাকর্মীরা একের পর এক উঠান বৈঠক, পথসভা ও মাঠ সভা করে চলেছেন। বিলি করছেন এ সরকারের বিগত ১০ বছরের উন্নয়নের বিবরণ সংবলিত প্রচারপত্র। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও নানা মতভেদের কারণে বিগত বছরগুলোতে সিমিন হোসেন রিমির সরাসরি বিরোধিতা করে আসছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কৃষকলীগের উপদেষ্টা আলম আহম্মেদসহ স্থানীয় কৃষকলীগের নেতৃবৃন্দ। সম্প্রতি তারা সকল কিছু ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন।

তাছাড়া যথাযোগ্য মূল্যায়ণ না পাওয়ার অভিমানে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতি ও কর্মকান্ড থেকে দূরে সরে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অ্যাড. মমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান আকন্দ, জেলা আওয়ামীলীগ সহসভাপতি অ্যাড. আমানত হোসেন খান, সদস্য আব্দুর রশিদ সরকার, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজগর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধক্ষ নাজমুল হাসান পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ সহ অনেক ত্যাগী নেতারা। বহু পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী এসব নেতাদের প্রত্যেকেই তাদের অনুসারী নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজার, স্কুল-কলেজ-মাদ্রাসা ও গ্রামের আনাচে কানাচে ভোটারদের কাছে দিনরাত রিমির পক্ষে নৌকায় ভোট চাইছেন ।

তাদের বেশিরভাগই গ্রামের বাড়িতে অবস্থান করে কনকনে শীত উপেক্ষা করে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন রিমিকে বিজয়ী করার জন্য। এলাকা ঘুরে দেখা যায়, নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নিজস্ব উদ্যোগে নৌকার পক্ষে প্রচার কাজ অব্যাহত রয়েছেন। তাছাড়া এবার নিবাচর্নে যোগ হয়েছেন বাংলার বিখ্যাত খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল তিনি রিমির পক্ষে কয়েকটি এলাকায় ভোট প্রার্থনা করেছেন।

এদিকে রিমি পক্ষে বরাবরের মত এবার তার স্বামী মোস্তাক হোসেন মাঠে নেমে পড়েছেন। তিনিও এলাকার সমাজসেবীদের সাথে নিয়ে উঠোন বৈঠক করে যাচ্ছেন। অপর দিকে রিমি‘র বড় ছেলে রাজিব ছাত্রলীগকে সাথে নিয়ে প্রতিদিন পথ সভা করে যাচ্ছেন।

এদিকে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, কৃষকলীগের উপদেস্টা আলম আহমদ সকাল থেকে গভীর রাত পযর্ন্ত পৃথক পৃথক ভাবে পথ সভা করে রিমির পক্ষে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। তাছাড়া কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাজার সহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে ভোট চান।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)