দিনাজপুর প্রতিনিধি : নাশকতার মামলায় দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান ও বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদের বিরুদ্ধে বিরল থানায় নাশকতার মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালুকে দিনাজপুর আদালতে হাজির করা হলে উপজেলার হাজার হাজার সমর্থক আদালত প্রাঙ্গনে উপস্থিতি হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বজলুর রশিদের মুক্তি দাবী করেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দিনাজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন,আ ন ম বজলুর রশিদ। প্রাথমিকভাবে বিএনপি তাকে ধানের শীষের মনোনয়ন দেয়। কিন্তু চুড়ান্তভাবে ওই আসনে বিএনপির মনোনয়ন পান সাদিক রিয়াজ চেšধীরী পিনাক।


(এসএএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)